বিশেষ প্রতিবেদক(১৬ আগস্ট) :: কক্সবাজারের উখিয়ার ইনানীর মেরিন ড্রাইভ সড়ক থেকে ২০ হাজার ইয়াবাসহ ৪ জন আটক হয়েছে। এর মধ্যে রয়েছে ২ জন ভূয়া সাংবাদিক।
১৬ আগষ্ট দুপুর আড়াইটায় উখিয়ার ইনানীর মেরিন ড্রাইভ সড়কে নির্মাণাধীন ক্যাডেট কলেজ রেস্ট হাউজের সামনে থেকে ডিবি পুলিশের টিম ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন নেত্রকোনার উত্তরখান থানার আমবাগান কুড়িগ্রামের আবুল হোসেনের পুত্র মোখলেসুর রহমান মাসুম (৪৮), তার শ্যালক আবদুল কুদ্দস এর পুত্র জাহাঙ্গীর আলম (৩৫), টেকনাফের মাস্টার আবুল মঞ্জুরের পুত্র সাইফুল ইসলাম (২৮) ও ড্রাইভার কুড়িগ্রামের গুরুসিমারি থানার পাথরঝুরি গ্রামে নুরুজাম্মান।
ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম জানান-‘ গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগষ্ট দুপুর আড়াইটায় অভিযান চালিয়ে উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়ক থেকে প্রাইভেট কার (নং ঢাকা মেট্রো গ ১২-৩৫৯৪) তল্লাশী করা হয়। উক্ত প্রাইভেট কার থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়িতে থাকা ড্রাইভারসহ ৪ জনকে আটক করা হয়।’
আটক মাসুম জানান, সে দৈনিক আলোকিত সকাল এর সম্পাদক ও প্রকাশক এবং অনলাইন টেলিভিশন এবি এর সাংবাদিক আর সাইফুল হচ্ছে দৈনিক আলোকিত সকাল এর ও এবি টিভির টেকনাফ প্রতিনিধি। তবে সে পরিস্থিতির শিকার বলে নিজেকে নির্দোশ দাবী করেছে।
ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম আরও জানান আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Posted ৮:২১ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta