মো. রেজাউল করিম, ঈদগাঁও(২ জানুয়ারী) :: কক্সবাজারের ইসলামাবাদে এক রাজমিস্ত্রিকে অপহরণ করে কয়েক ঘন্টা মারধর করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে বাদীপক্ষের লোকজন স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ভূক্তভোগীকে উদ্ধার করেন। ১লা জানুয়ারী ইউনিয়নের ডান্ডি বাজারের এক বাড়ীতে তাকে বেঁধে রাখা হয়।
আহত হেলাল উদ্দীন জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগের নুর বক্শের পুত্র হেলাল উদ্দীন (২৮)। তিনি পেশায় রাজমিস্ত্রি।
ঈদগাঁও তদন্ত কেন্দ্র ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মিনহাজ মাহমুদ ভূঁইয়াকে প্রদত্ত অভিযোগ সূত্রে জানা যায়, আহত হেলাল একটি নারী ও শিশু নির্যাতন মামলার বাদী। কক্সবাজার মডেল থানায় দায়েরকৃত এ মামলাটি পরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে স্থানান্তর করা হয়।
উক্ত আদালতের স্মারক নং- ২৮৫/১৫। এ মামলার আসামী মমতাজুল ইসলাম ও তার সহযোগীরা কাজের সন্ধান দেয়ার কথা বলে ঐদিন ডান্ডি বাজারের এক বাড়ীতে বাদীকে নিয়ে যায়। পরে কয়েক ঘন্টা যাবত সেখানে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। এসময় তার কাছ থেকে মোটা অংকের টাকাও দাবী করে।
খবর পেয়ে বাদীর ছোট ভাই বেলাল উদ্দীন জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের সহায়তায় স্থানীয় মেম্বার আবদুর রাজ্জাকের নেতৃত্বে রাত পৌনে ৮টার দিকে রশি দিয়ে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেন। আহত ব্যক্তি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার বরাবর অভিযোগ দেয়া হয়েছে বলে জানান ভূক্তভোগীর ভাই বেলাল।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta