মো. রেজাউল করিম,ঈদগাঁও(৬ জানুয়ারী) :: কক্সবাজারের ঈদগাঁওতে শনিবার সকালে একটি অকাল মৃত্যুর ঘটনা সবাইকে শোকাহত করেছে। ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ায় সংঘটিত পুকুরে ডুবে মৃত্যুর এ ঘটনায় সচেতন মহল থেকে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবী উঠেছে।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, ৬ জানুয়ারী সকাল ১০টার দিকে ঈদগাঁও বাজারের মডার্ন হাসপাতাল এন্ড ডায়াবেটিক কেয়ারের নিচ তলায় বেশ কিছু লোকজনকে একটি শিশু নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। দক্ষিণ মাইজ পাড়া থেকে এ লোকগুলো পুকুরের পানিতে ডুবা এক শিশুকে ডাক্তার দেখাতে তড়িঘড়ি করছিলেন। পরক্ষণে তারা আবার হাসপাতাল থেকে কান্না করতে করতে নেমে যান।
উপস্থিত স্বজনদের কাছ থেকে জানা যায়, যে শিশুকে তারা ডাক্তার দেখাতে এনেছিলেন সে ছিল ফারিয়া মনি। বয়স আনুমানিক দেড় বছর। সকালে সে বাড়ির সম্মুখে খেলা করার সময় পুকুরে ডুবে যায়। বেশ কিছুক্ষণ পর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁও মেডিকেল সেন্টার ও পরে এ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মেয়েটি উক্ত এলাকার প্রবাসী জাহেদ হোসেন শিমুলের কন্যা। মৃত শিশুর সাথে আসা জনৈক পরিবহন শ্রমিক ও শিশুটির প্রতিবেশী ফার্মাসিষ্ট মিজানুর রহমান জানায়, বিষয়টি খুবই মর্মান্তিক। এভাবে অকালে চলে যাওয়ায় উপস্থিত সবাই শোকাহত হয়েছেন।
এদিকে উপুর্যপুরী পুকুর ও নদীতে ডুবে মৃত্যুর ঘটনায় সচেতন মহল থেকে বৃহত্তর ঈদগাঁও ভিত্তিক সরকারী বা বেসরকারী উদ্যোগে শিশুদের জন্য একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবী উঠেছে।
Posted ১১:০৩ অপরাহ্ণ | শনিবার, ০৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta