শাহিদ মোস্তফা শাহিদ,সদর(১৯ মে) :: কক্সবাজার সদরের ঈদগাঁওর গহীন জঙ্গলে ডাকাতের আস্তানায় হানা দিয়ে ডাকাত নিহতের ঘটনায় অপমৃত্যু ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিসহ অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান, এসআই দেবাশীষ সরকার বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় মামলাগুলো দায়ের করে। এ ঘটনায় নিহত লাল পুতুর লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
অপরদিকে আটককৃত মোস্তাক আহমদ পুলিশ প্রহরায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডাকাত ধরতে গিয়ে ঈদগাঁও ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের যুগ্ম সম্পাদক শওকত পারভেজ গুরুতর আহত হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ১৭ মে বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত রূদ্ধশ^াস এ অভিযানটি চলে ইউনিয়নের কালিরছড়া থেকে ৫ কিলোমিটার পূর্বে হাদির ঝিরা নামক স্থানে।
ঈদগাঁও ইউনিয়নের মেম্বার মাহমুদুল হাসান মিনার জানান, বৃহষ্পতিবার সাড়ে ৩টার দিকে স্থানীয় এক রাখাল গহীন জঙ্গলে গরু খুঁজতে যায়। এসময় একটি পাহাড়ে ৩/৪ জনের একটি ডাকাতদল অবস্থান নিতে দেখে ভয়ে পালিয়ে আসে। পরে স্থানীয়দের কাছ থেকে মেম্বারের মুঠোফোনের নাম্বার নিয়ে বিষয়টি তাকে জানালে তাৎক্ষনিক ঈদগাঁও পুলিশকে খবর দেয়।
তদন্ত কেন্দ্রের আইসি খায়রুজ্জামান, এসআই দেবাশীষ সরকারের নেতৃত্বে এএসআই মহিউদ্দীন, পিয়ার উদ্দিন, আবুল কাশেমসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আস্তানাগুলো ঘিরে রেখে ব্যাপক তল্লাশী চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা উপর্যুপরী গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে জনগণের সহায়তায় ঐ পাহাড় থেকে ২ ডাকাতকে হাতেনাতে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার মমতাজ আহমদের পুত্র অপহরণকারী চক্রের প্রধান লাল পুতুকে গণধোলাই দিয়ে ঘটনাস্থলে সে মারা যায়। রাতে তার লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অপরদিকে চকরিয়ার খুটাখালীর মেধাকচ্ছপিয়ার আমির হামজার পুত্র মোস্তাক প্রকাশ রায়হানকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এসময় তাদের হেফাজত থেকে ২টি লম্বা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেন বলে জানান এসআই দেবাশীষ। ইনচার্জ মোঃ খায়রুজ্জামান ৩টি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।
ঐদিন খবর পেয়ে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-রামু সার্কেল) গোলাম রুহুল কুদ্দুস, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাস চন্দ্র ধরসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।
Posted ৯:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta