শাহিদ মোস্তফা শাহিদ,সদর(৩১ ডিসেম্বর) :: কক্সবাজার সদরের ঈদগাঁওতে অপহৃত দুই ব্যক্তি মুক্তিপন দিয়ে দুইদিন পর ছাড়া পেল। রবিবার সকাল ৯ টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানায় এলাকাবাসী।তারা হল মাছুয়া খালী এলাকার মৃত মতলব মিস্ত্রির পুত্র আহমদ ছৈয়দ ও মৃত শের আলীর পুত্র কৃষক আমান উল্লাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, অপহরনকারীদের চাহিদা মোতাবেক ৫০ হাজার টাকা মুক্তিপন দিলে অপহৃতদের কর্মস্থল গিরিঞ্জি পাহাড় এলাকায় তাদের ছেড়ে দেয়।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর জুমাবার সকাল ৮ টার দিকে ফাঁকা গুলি বর্ষন করে ঈদগাঁও কালির ছড়া র ৩ কিলোমিটার অদূরে গিরিঞ্জি পাহাড় এলাকা থেকে প্লট পাহাড়া দেওয়ার সময় ৬/৭ জনের অপহরকারী তাদের ধরে গহীন জঙ্গলে নিয়ে যায়।পরে তাদের স্বজনদের কাছে মুঠোফোনে যোগাযোগ করে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।
গরীব ও দরিদ্র পরিবারে এত টাকা না থাকায় শেষ পর্যন্ত ৫০ হাজার টাকায় এসে দাঁড়ায়।স্থানীয়দের কাছ থেকে ধার কর্জ করে দাবীকৃত মুক্তিপণ পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়।
ঐদিন খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নেতৃত্ব কয়েকটি টিম পাহাড়ে অভিযান চালায়।কালির ছড়া এলাকার বাসিন্দা যুবলীগ নেতা জামিল উদ্দীন শাম, অপহৃতদের ছেড়ে দেওয়া বিষয়টি নিশ্চিত করেন।
Posted ১:২১ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta