শাহিদ মোস্তফা শাহিদ,সদর(১০ জানুয়ারি) :: কক্সবাজার সদরের ঈদগাঁও চাঁদের ঘোনা এলাকার থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
১০ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে রামু তুলা বাগান হাইওয়ে পুলিশের এস আই আইরন ঈদগাহ্ চাঁদের ঘোনা আরকান সড়ক এলাকার থেকে ট্রাকের নিচ থেকে তেজন্দ্র দে ড্রাইভার নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যক্তি চকরিয়া উপজেলার ডুলাহাজারার নাথ পাড়া এলাকার মৃত হরিনাথ দের পুত্র বলে জানা গেছল।
হাইওয়ে পুলিশের এস আই আইরন জানায়,লাশের শরীরে ও পায়ে বিভিন্ন আঘাতের দাগ রয়েছে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে, ট্রাক টি জব্দ করা হযেছে।
(যার নম্বর ১১-১৪৬৭) তিনি আরো জানায়, গতকাল থেকে তেজন্দ্র ঐ এলাকায় নিজের হিনো ট্রাকটি রেখে ঘোরাফেরা করছিল,ধারনা করে হচ্ছে অন্য কোন গাড়ি থাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৩:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১০ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta