মোসলেহ উদ্দিন, উখিয়া(২৫ আগষ্ট) :: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কক্সবাজারের উখিয়ায় ৩ হাজার রোহিঙ্গা ঢুকে পড়েছে। এদের মধ্যে নারীও শিশুর সংখ্যা
বেশী। তৎমধ্যে একজন রোহিঙ্গা নারী বেড়ীবাঁধে এক সন্তান প্রসব করেছে।
২৫ আগষ্ট বিকাল ৫ টায় সীমান্তের পালংখালী ইউনিয়নের আনজিমান থেকে ধামনখালী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশস্থ নাফনদীর তীরে ঢুকে বেড়ীবাঁধে অবস্থান নিয়েছে।
পালংখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য জয়নাল আবেদীনসহ একাধিক এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবা দুপুর থেকে বিকাল পর্যন্ত ওপারে অসংখ্য গোলাগুলির আওয়াজ শুনা যায়, একইভাবে শুক্রবার দুপুর হতে গোলাগুলির শব্দ শোনা যায়।
বিকাল সাড়ে ৫টায় ৪জন বিজিবির সদস্য বেড়ীবাঁধে অবস্থানরত রোহিঙ্গাদেরকে বেড়ীবাঁধের ওপারে ফেরৎ পাঠাতে চেষ্টা করে।
পালংখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাফফর আহমদ বলেন, শুক্রবার সকাল থেকে প্রায় ৩ হাজার রোহিঙ্গা নাগরীক নাফনদীর তীরে বেড়ীবাঁধে অবস্থান করছে।
তিনি বলেন, সকাল থেকে আসা এসব রোহিঙ্গারা যাতে গ্রামে ঢুকতে নাপারে স্থানীয় ইউপির চৌকিদারও গ্রাম পুলিশ দিয়ে পাহারায় রাখা হয়েছে।
উল্লেখ্য যে, গত তিন সপ্তাহে অন্ততঃ ৬ হাজার রোহিঙ্গা নাগরিক সীমান্তের নাফনদী পার হয়ে উখিয়ার বালুখালী ও কুতুপালং এর বনভুমিতে আশ্রয় নিয়েছে।
Posted ১০:২২ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta