
বিশেষ প্রতিবেদক,উখিয়া(৬ সেপ্টেম্বর) :: মিয়ানমারের রাখাইনে সহিংসতায় রোহিঙ্গাদের হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।বুধবারও কক্সবাজারের উখিয়ায় নারীসহ পাঁচ রোহিঙ্গার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গুলিবিদ্ধ ৫ রোহিঙ্গার লাশই দাফন করা হয়েছে।
এই পাঁচ রোহিঙ্গা মুসলিম হলেন, সুফিয়া আকতার (১৯), ক্বারী ফায়েজুল ইসলাম (৫৬), শামশুল আলম (৫০), ছৈয়দ আলম (৫৫) ও ফয়েজুর রহমান (৯০)। তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিঢংয়ের বাসিন্দা।এদের মধ্যে ৩ জন পুরুষ,একজন মহিলা ও এক শিশু রয়েছে।
এ নিয়ে একদিনেই ১২ জন রোহিঙ্গা শিশু-নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার হলো।বুধবার সকালে টেকনাফের শারপরীর দ্বীপের উদ্ধার হয় ভেসে আসা ৭ রোহিঙ্গার লাশ।
৬ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৫টার দিকে উখিয়ার পালংখালী আঞ্জুমান পাড়া নাফ নদী থেকে গুলিবিদ্ধ আরও ৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়।পরে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ ৫ রোহিঙ্গার লাশ উখিয়ায় দাফন করা হয়।
এব্যাপারে পালংখালীর স্থানীয় ইউপি মেম্বার কামাল উদ্দিন জানান, আঞ্জুমান নাফ নদীর তীরে ৫টি ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া মৃতদেহ গুলোতে গুলির চিহ্ন দেখা যায়। পরে নাফ নদীর তীরে একটি খবর স্থানে তাদের দাফন করা হয়।
উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল খায়ের কক্সবাংলাকে জানান,বুধবার বিকালের দিকে উপজেলার পালংখালী আন্জুমানপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমারের রাখাইনে গুলিবিদ্ধ ৫ জনের লাশ দাফনের জন্য রোহিঙ্গারা এপারে নিয়ে আসে।পরে স্থানীয় করস্থানে তাদের পরিচিতজনরা দাফন করে। এদর মধ্যে ৫জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যূ হয় এবং একজনের স্বাভাবিক মৃত্যূ হয়। তবে তাদের নাম পাওয়া যায়নি।

Posted ৯:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta