প্রেস বিজ্ঞপ্তি(১৫ জানুয়ারি) :: কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তাঁর নাম বাহাদুর চৌধুরী (২২)। সোমবার রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বালুখালী কাস্টমস এলাকায় এ ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাহাদুর চৌধুরী ব্যক্তিগত কাজ শেষে উখিয়া স্টেশন থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় কাস্টমস এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এদিকে একমাত্র ছেলের মৃতু্তে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, ‘ঘটনাটি শুনেছি। গাড়িটি আটকের চেষ্টা চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Posted ২:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta