
কক্সবাংলা রিপোর্ট(২৫ আগস্ট) :: কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ এলাকা থেকে মিয়ানমারে তৈরী আমদানী নিষিদ্ধ ২ লাখ সিগারেটসহ দুই জনকে আটক করেছে র্যাব।
এ সময় বহনকারী নোহা গাড়ীটিও জব্ধ করা হয়।
২৫ আগষ্ট দিবাগত রাত পৌনে দুইটার দিকে র্যাব-৭ এর একটি দল এ অভিযান চালায়।
আটক পাচারকারীরা হলো- উখিয়ার পূর্ব মরিচ্যা (ইয়ামিন বড় পাড়া) এলাকার নজির আহমদের ছেলে এরশাদ উল্লাহ (৩২) ও রামু ধেচুয়াপালং এলাকার হাবিবুল্লাহর ছেলে বেলাল উদ্দিন (৪২)।
কক্সবাজারস্থ র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান, মেরিন ড্রাইভ সড়ক হয়ে একটি নোহা গাড়ীযোগে (রেজিঃ নং-
চট্টমেট্রো-চ-১১-২৯১৪) আমদানী নিষিদ্ধ সিগারেট এর চালান যাচ্ছে সংবাদে অভিযান চালানো হয়।
এ সময় দুই পাচারকারীসহ মিয়ানমারে তৈরী ২ লাখ মানসান ও মার্বেল সিগারেট ও গাড়ী জব্ধ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Posted ৩:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta