এম নজরুল ইসলাম,কুতুবদিয়া(১৬ জুন) :: কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা সাগরে ভাসতে থাকা জাহাজের নাবিক সহ ১৩ জনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
শুক্রবার ভোর রাতে কুতুবদিয়া লাইট হাউজ থেকে ৭ নটিক্যাল মাইল দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে বলে জানান কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মো. সাইফুল আবছার।
জাহাজটিতে ওই ১৩ নাবিক ছাড়া আরও কেউ ছিল না। তবে জাহাজটি মালবাহী ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি কোস্টগার্ডের এ কর্মকর্তা।
সাইফুল আবছার আরও বলেন, শুক্রবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে স্থানীয় জেলেদের কাছ থেকে কুতুবদিয়া উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লাইটার জাহাজ ডুবির খবর শুনতে পাই। এসময় সাগরে ভাসতে থাকা জাহাজটির ১৩ জন নাবিককে উদ্ধার করার কথাও স্থানীয় জেলেরা জানিয়েছেন।
উদ্ধার হওয়া নাবিকদের সকাল ১১ টার দিকে কুতুবদিয়া কোস্টগার্ড স্টেশনের নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
Posted ৩:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta