কক্সবাংলা রিপোর্ট(২৫ আগস্ট) :: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর খরুলিয়ায মাইক্রােবাস চাপায় দুবাই প্রবাসী এক যুবকের মর্মান্তিক মৃত্যূ হয়েছে। নিহত যুবকে নাম মিজানুর রহমান (২৪)। সে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পশ্চিম উমখালি এলাকার নুরুচ্ছাফার বড় ছেলে।
শুক্রবার (২৫ অাগস্ট) রাত সাড়ে আটটায় রামুর খরুলিয়ায মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়,শুক্রবার (২৫ অাগস্ট) রাত সাড়ে আটটায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়ায মোটর সাইকেলে বাড়ি ফেরার সময় মাইক্রােবাস চাপা দিলে রামুর দুবাই প্রবাসী মিজান ঘটনাস্থলে প্রান হারায়।এ সময় আহত ১ জনকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাতক মাইক্রো বাসটিকে আটক করেছে বলে জানিয়েছে।
উল্লেখ্য মিজানুর রহমান এক সপ্তাহ আগে দুবাই থেকে ছুটিতে দেশে আসেন।আজ শনিবার (২৬ অাগস্ট) সকাল ৯ টায় পশ্চিম উমখালী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
Posted ১:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta