সেলিম উদ্দিন,খুটাখালী(২ জুন) :: কক্সবাজারের খুটাখালীতে বালির ডাম্পারের নিচে চাপা পড়ে মো: ইসমাইল নামের এক যুবক নিহত হয়েছে।
২ জুন শুক্রবার ভোর সাড়ে ৪ টার সময় ইউনিয়নের হরইখোলা সড়কে ঘটে এ ঘটনা। নিহত ইসমাঈল বর্ণিত এলাকার মৃত আবদুর রহমানের পুত্র। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
জানা গেছে, ইউনিয়নের পূর্বপাড়ার মৃত আবু জাফর সওদাগরের পুত্র মো: কায়েসের মালিকানাধীন ডাম্পারটি ভোর রাতে বালি ভর্তি করে হরইখোলা সড়ক দিয়ে খুটাখালী বাজারে যাচ্ছিল।
পতিমধ্যে মো: ইসমাঈল ডাম্পারের সামনে এক্সিডেন্ট বাম্পারে বসে আসার সময় গাড়ির ঝাকুনিতে সে নিচে চাপা পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
একইদিন রাতে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতিক্রমে তাকে দাফনের প্রক্রিয়া করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার মো: আনোয়ার হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ১১:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy