
সেলিম উদ্দিন,খুটাখালী(২১ আগষ্ট) :: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে মস্তক বিহীন লাশ উদ্ধারের পর ৪ দিনের মাথায় সোমবার (২১আগষ্ট) ফের যুবকের অর্ধ গলিত লাশ উদ্বার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম আবু হেনা (২০) সে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাশঁকাটা মাদরাসা পাড়ার এলাকার আবদুর রহমানের পুত্র এবং পেশায় হাইয়েস চালক বলে জানা গেছে। তার পরনে চেক লুঙি ও সাদা গেন্জি রয়েছে। স্থানীয় ১নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান জানান, লাশ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
তিনি আরও জানান, সকালের দিকে শিয়াপাড়ার দক্ষিণ পাশে ধান ক্ষেতের পাশে ঝিরির মাঝে লাশটি দেখতে স্থানীয়রা। তবে লাশটি ২/১ দিনের হবে কারন লাশে পচন ধরেছে।
স্থানীয়রা জানান, সকালে দিকে জনৈক এক মহিলা লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের অবহিত করেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি সনাক্ত করে। তাৎক্ষণিক মৃত্যু কারণ জানা না গেলেও নিহত যুবক স্থানীয়দের সাথে প্রায় সময় ঝগড়া করত বলে জানা গেছে। তার শরীরে হাত-পায়ে রগকাটা ও মাথা এবং চোখে জখমের চিহ্ন রয়েছে বলে জানান এলাকাবাসী।
খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান লাশ পাওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানান।
খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি খায়রুজ্জামান সঙীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছেন। তিনি জানান, সীমান্তবর্তী খুটাখালী এলাকা হওয়ায় চকরিয়া থানাকে অবহিত করা হয়েছে।
এদিকে সকাল থেকে লাশটি ঘটনাস্থলে পড়ে রয়েছে। তার লাশ দেখতে উৎসুক জনতার ভীড় জমেছে।
উল্লেখ্য, গত ৫দিন পূর্বে একই ইউনিয়নের বাককুম এলাকা থেকে মস্তক বিহীন আরও একটি লাশ করে ছিল চকরিয়া পুলিশ।



Posted ২:০০ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta