সেলিম উদ্দিন,খুটাখালী(১৯ জানুয়ারী) :: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে প্রবাসির স্ত্রী ৫ সন্তানের জননী সাকেরা বেগম (৪৫) কিটনাশক পান করে আত্বহত্যা করেছে। সে বর্ণিত ইউনিয়নের সেগুন বাগিচা গ্রামের মালয়েশিয়া প্রবাসি নুরুন্নবীর স্ত্রী।
শুক্রবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। গত বৃহষ্পতিবার বিকেলে পরিবারের লোকজনের অজান্তে সে কিটনাশক পান করে।
খবর পেয়ে পরিবারের লোকজন প্রথমে মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করে সেখানে তার অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইউনিয়নের সংরক্ষিত নারী মেম্বার ছালেহা পারভিন। তবে কি কারনে সে আতœহত্যা করেছে তা জানা যায়নি।
একইদিন সন্ধ্যায় প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাকে দাফন করা হয়েছে।
Posted ১২:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta