প্রেস বিজ্ঞপ্তি(১ জুন) :: কক্সবাজারের খুরুশকূলে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৭ তম তিরোধান উৎসব আজ থেকে শুরু হচ্ছে। প্রতি বৎসরের মতো খুরুশকূল কৃষ্টের দোকানস্থ লোকনাথ বাবার তিরোধান উৎসবের আয়োজন করেন সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী লোকনাথ ধাম ও অস্টম স্পোটিং সংঘ।
২দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে আজ ২ জুন শুক্রবার বিকালে গীতাপাঠ প্রতিযোগিতা, সন্ধ্যায় শুভ অধিবাস ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং সন্ধ্যারতির আয়োজন করা হয়। রাত ৮টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
৩ জুন শনিবার ভোরে উষা কীর্তন, সকালে শ্রী শ্রী লোকনাথ বাবার পূজা, পলাশ আচার্য্যরে পরিবেশনায় শ্রী শ্রী গীতাপাঠ, দুপুরে মহাপ্রসাদ আশ্বাদন, বিকালে লোকনাথ ব্রহ্মচারী বাবার রাজ ভোগ, সন্ধ্যায় সন্ধ্যারতি, টিভি ও বেতার শিল্পীদের নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ৯টায় চট্টলার বিশিষ্ট কবিয়াল বিষ্ণুপদ সরকার ও আশুতোষ ভট্টচার্য্য (রাম) এর পরিবেশনায় পাল্টা কীর্তন অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভক্তদের উপস্থিত থেকে ধর্মীয় ভাব আশ্বাদন করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
Posted ১০:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta