কক্সবাংলা রিপোর্ট(২ জুন) :: কক্সবাজার উপকূলে ঘূর্ণিঝড় মোরা’র আঘাতের পর গভীর সমুদ্র থেকে এ পর্যন্ত দুজন মৃত ব্যক্তিসহ মোট ৮৫ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ভারতীয় নৌবাহিনী। শুক্রবার বিকালে নৌবাহিনীর পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।
নৌবাহিনীর কমান্ডার জয়নাল আবেদীন বলেন, ৮৫ জনের মধ্যে নৌবাহিনী জীবিত অবস্থায় ৪৯ জনকে ও মৃত একজনকে, কোস্টগার্ড জীবিত একজনকে এবং ভারতীয় নৌবাহিনী জীবিত ৩৩ জনকে ও মৃত একজনকে উদ্ধার করে। এর মধ্যে শুক্রবার দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, কক্সবাজার থেকে প্রায় ৫০ নটিকেল মাইল দূরে নিখোঁজদের জন্য তল্লাশি চালাচ্ছিল বানৌজা স্বাধীনতা। এসময় তারা কয়েকটি স্যান্ডেল ও কিছু ভাসমান জিনিসপত্র দেখতে পায়। এগিয়ে গিয়ে একটি লাইফ জ্যাকেট পরা মৃতদেহের সন্ধান পায় উদ্ধারকারীরা।
বানৌজা স্বাধীনতায় থাকা নৌবাহিনীর উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জয়নাল আবেদীন বলেন, ওই মৃতদেহের শরীর প্রায় অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত। এরপর আরো এগিয়ে ভাসমান দুজনকে দেখতে পেলে তাদের উদ্ধার করা হয়। সাগরে জেরিকেন ধরে তারা ভেসেছিল। তারা শারীরিকভাবে খুবই দুর্বল। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, তিন দিনেরও বেশি সময় ধরে সাগরে ভেসে থাকা খুবই আশ্চর্যজনক। তাদের এখন চিকিৎসা চলছে।
জয়নাল আবেদীন আরো জানান, এখনো উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়া দুর্যোগ কবলিত কুতুবদিয়া এলাকায় ১ হাজার ৩৮৫ জনকে এবং সেন্টমার্টিন এলাকায় ৯৬৯ জনকে চিকিৎসাসেবা প্রদান করেছে নৌবাহিনী।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কক্সবাজারের উপকূলীয় এলাকায় আঘাত হাতে ঘূর্ণিঝড় মোরা। মোরার আঘাতে ৭ জন নিহত হয়।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy