মাঈনুদ্দিন খালেদ,নাইক্ষ্যংছড়ি(৮ আগস্ট) :: কক্সবাজারের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পর এবার কী পার্শ্ববর্তী রামুর গর্জনিয়ায় জঙ্গির আছর লেগেছে ! উভয় এলাকা পাহাড়ি হওয়াতে এ সন্দেহ উড়িয়ে দিচ্ছে না কেউ। এমন কী নিকটস্থ স্বজনরাও সন্দেহ করতে শুরু করেছে রামু উপজেলার গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শহীদুল জঙ্গিতে পা দিয়েছে !
শহীদুল ইসলামের আপন চাচা কবির আহমদের সন্দেহ তার ভাইপো জঙ্গিতেই পা দিয়েছে। নচেৎ তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনই খোলা অথচ সে মোব্ইালে কলা হচ্ছে সে এখন ব্যস্ত পরে কথা বলবে।
সরেজমিন গিয়ে আরো জানা যায়, গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল গ্রামের কৃষক আবদুর রহমানের ছেলে শহীদুল ইসলাম পড়তো গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে। দশম শ্রেণীর ছাত্র বরাবরে মতো শান্ত প্রকৃতির ছিল। সে নিয়মিত ক্লাস করতো অন্যান্য বন্ধুদের সাথে।
হঠাৎ গত ২৯ জুন বুধবার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেলেও বিকেলে পূনরায় সে আর বাড়ি ফেরে নি। এ দিরে পর থেকে এখনও সে নিরুদ্দেশ।
শহীদুলের পিতা আহমদুর রহমান ও বড় ভাই কবির আহমদ মুন্সি মঙ্গলবার রাতে এ প্রতিবেদককে জানান,নিখোঁজ হওয়ার পর থেকে তারা বিভিন্ন স্থানে খোজঁ খবর নিয়েছেন। না পেয়ে গত ১৬ জুলাই বিকেলে রামু থানায় গিয়ে সাধারণ ডায়রী করেছেন। যার নম্বর ৬২৬/ তাং: ১৬/৭/২০১৭ ইংরেজি।
তারা আরো জানান,এর আগে তারা বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানোর পর তারাও ( স্কুল কর্তৃপক্ষ) বিষয়টি রামু উপজেলা নিবার্হী অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে কে অবহিত করেছিলেন। এটিও স্কুল কর্তৃপক্ষ স্বীকার করেন এ প্রতিবেদকের কাছে।
এখন পরিবারের কাছে সন্দেহ তাদের এ প্রিয় সন্তান জঙ্গি কর্ম-কান্ডে জডিয়ে গেল কি-না ! কেননা এর আগেও গর্জনিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী বাইশারীতে এমনিভাবেই জহির-রাজিয়ারা বেশ কিছুদিন নিরুদ্দেশ থেকে জঙ্গি হয়ে পুলিশের জালে ধরা পড়ে সীতাকুন্ডে।
এদিকে শহীদুল এ পথের অনুসারী কী-না সন্দেহ হচ্ছে পরিবারের। তারা পুলিশ সহ দেশের সকল স্থরের আইন প্রয়োগকারী সংস্থা ও এলাকাবাসীর কাছে এ বিষয়ে সহায়তাও চাচ্ছেন তারা।
এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাড়িঁর উপ-পরির্দশক জাহিদুল ইসলাম জানান,জিডি হওয়ার পর তাকে তদন্তের ভার দেয়া হয়েছে সত্যি। তিনি বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছেন শুরু থেকেই। এখনও এ তৎপরতা অব্যাহত রয়েছে। যদি কোন অগ্রগতি হয় তা হলে সবাই বিষয়টি জানতে পারবে।
Posted ১১:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta