বিশেষ প্রতিবেদক,চকরিয়া(৭ জুন) :: কক্সবাজারের চকরিয়ায় মৎস্য ঘেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নুরুল আমিন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছে।
৭ জুন বুধবার ভোররাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনাস্থ বালুচিড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নুরুল আমিন চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনার ৫নং ওয়ার্ডের মৃত জহির আহমদের ছেলে।
এসময় ডাকাতের মারধরে মীর কাশেম (৩৮) নামের স্থানীয় এক মেম্বার আহত হয়েছে।মীর কাশেম চিরিংগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার ও রশিদ আহমদের ছেলে। তিনি বর্তমানে চকরিয়ার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্রে জানা গেছে, চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা ও চরণদ্বীপের মৎস্য ঘেরে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিল দুই ডাকাত দল। এরই জের ধরে বুধবার ভোররাতে দু’ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে অন্তত ২০-২৫ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনাও ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধূরী জানান,গোলাগোলির ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ডাকাত নুরুল আমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
Posted ১২:১৪ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta