শাহিদ মোস্তফা শাহিদ,সদর( ১১ জুলাই) :: দীর্ঘদিন দু’জনই বিদেশে অবস্থান করছিল। থাকত একই বাসায়। কাজ করত একই কোম্পানীর অধীনে। এলাকার সন্তান হিসাবে দুজনেরই সম্পর্ক ছিল গভীর।
প্রতিনিয়ত তাদের লেনদেনও হত। কফিলের দেওয়া টাকা ঘাতক ওসমান গনির হাতে থাকা অবস্থায় দুজনই দেশে ফিরে আসে। এ অবস্থায় শ্রমের মূল্য চেয়ে বিভিন্ন জনের কাছে শালিস দেন তিনি।
শেষমেষ ঐদিন পাওনাদারের বাবাকে শালিস ও শ্রমের মূল্য চাইতে গিয়ে উপর্যুপরী ছুরিকাঘাতে নিহত হলেন ছৈয়দ করিম নামের সৌদি ফেরত এক যুবক। সে একই এলাকার ছৈয়দ আহমদের পুত্র। এ লোমহর্ষক ঘটনাটি ঘটে কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল কালু ফকির পাড়া এলাকায়।
জানা যায়, গত ৯ জুলাই সকাল সাড়ে ১০টার সময় একই এলাকার মুক্তিযোদ্ধা লাল মিয়ার পুত্র সৌদি ফেরত ওসমান গণির কাছ থেকে সৌদি মুদ্রায় ৮শ রিয়াল পাওনা ছিল। এ টাকার ব্যাপারে ওসমান গণির বাবাকে বিচার দিতে গেলে উত্তেজিত হয়ে তাকে উপর্যুপরী ছুরিকাঘাত করে।
ঐদিন স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজারস্থ একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চমেকে প্রেরণ করেন। নেওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে চকরিয়ায় তার মৃত্যু হয় বলে জানায় নিকটতম এক আত্মীয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন।
১১ জুলাই স্থানীয় নতুন মহাল বীরমুক্তিযোদ্ধা ছৈয়দ আহমদ স্কুলের মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান জানান, ঘাতক ওসমানকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত দুই গ্রামবাসীর মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, গত মাসে একই এলাকায় সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে নির্মম ভাবে ছুরিকাঘাত করে খুন করে। আবারও উক্ত স্থানে প্রবাসী যুবকের মৃত্যুর ঘটনায় জনমনে অজানা আতংক বিরাজ করছে।
Posted ১০:৩০ অপরাহ্ণ | সোমবার, ১০ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta