শাহিদ মোস্তফা শাহিদ,সদর( ১১ জুলাই) :: কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে পাওনা টাকা চাইতে গিয়ে উপর্যুপরী ছুরিকাঘাতে নিহত যুবক ছৈয়দ করিমের জানাযায় শোকাহত মানুষের ঢল নামে। অবিরাম বৃষ্টিতেও জানাযায় শরিক হন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এসময় তার স্মৃতিচারণ ও সংক্ষিপ্ত বক্তব্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীর জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
১১ জুলাই সকাল সাড়ে ৯টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আহমদ গ্রামার স্কুল মাঠে অনুষ্ঠিত জানাযায় ইমামতি করেন মরহুমের চাচাত ভাই আজিজুল হক। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরী, স্থানীয় এমইউপি ফরিদুল আলম প্রমুখ। উক্ত নামাজে জানাযায় আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, প্রতিবেশী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ৯ জুলাই সকালে কালু ফকির পাড়া এলাকার মুক্তিযোদ্ধা লাল মিয়ার পুত্র ওসমানের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে উপর্যুপরী ছুরিকাঘাতে আহত হন ছৈয়দ আহমদের পুত্র সৌদি ফেরত ছৈয়দ করিম। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজারস্থ একটি প্রাইভেট ক্লিনিকে আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চমেকে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রনজিত বড়–য়ার সাথে যোগাযোগ করা হলে এখনো পর্যন্ত মামলা রেকর্ড হয়নি বলে জানান। তবে অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এদিকে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে আজ ১২ জুলাই সকাল সাড়ে ১০টায় নতুন মহালে মানব বন্ধনের ডাক দিয়েছে সর্বস্তরের এলাকাবাসী।
Posted ১০:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta