কক্সবাংলা রিপোর্ট(১৫ আগস্ট) :: কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল সহ তাজা গোলা উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা।
১৫ আগস্ট মঙ্গলবার রাত ৯টায় টেকনাফের মিঠাপানিছড়া এলাকার পাহাড়ের জঙ্গলে অভিযানে এ অস্ত্র উদ্ধার হয়।
টেকনাফ কোস্ট গার্ড সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মিঠাপানিছড়া এলাকার পাহাড়ে একদল ডাকাত অবস্থান করছে এ সংবাদে কোস্ট গার্ডের সদস্যরা অভিযানে গেলে ডাকাতরা পালিয়ে যায়।
পরে ওই এলাকা তল্লাশী করে একটি কালো রঙের প্যাকেটের ভিতর থেকে ২টি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা গোলা উদ্ধার করে।
উদ্ধারকৃত পিস্তল সহ গোলা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta