কক্সবাংলা রিপোর্ট(২০ জানুয়ারী) :: কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একদল মুখোশধারী ‘রোহিঙ্গা’র গুলিতে মোহাম্মদ ইউসুফ (৪৩) নামে এক রোহিঙ্গা মাঁঝি নিহত হয়েছেন। এ ছাড়াও আরেকটি শিবিরে হামলা করতে গিয়ে আটক হয়েছে আরেক রোহিঙ্গা।
শুক্রবার রাত ৭টা থেকে ৮টার দিকে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান
নিহত মো. ইউসুফ (৪৩) তানজিমার ঘোনা রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের সুলতান আমিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, ৫/৬ জনের একদল রোহিঙ্গা এসে ইউসুফকে অতর্কিতে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
এদিকে, বালুখালী ক্যাম্পে হামলা করার সময় মোহাম্মদ আলম (২৪) নামের রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার রাতে উখিয়ার বালুখালী ক্যাম্পে সশস্ত্র হামলা চালাতে গিয়ে স্থানীয়দের গণপিঠুনি শিকার হয়েছে মোহাম্মদ আলম এক রোহিঙ্গা যুবক। পরে পুলিশ তাকে আটক করেছে।
জানা যায়, বালুখালী ক্যাম্পে একদল দুর্বত্ত সশস্ত্র হামলা চালাতে গেলে রোহিঙ্গারা তাদের প্রতিহত করে। এ সময় মোহাম্মদ আলমকে আটক করে গণপিঠুনি দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted ৩:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta