মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজার সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৮ জন আটক, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোর রাত থেকে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেড এর ৯ম ইষ্ট বেঙ্গল এ অভিযান পরিচালনা করে।
পিএমখালী ইউনিয়নের মাইজ পাড়ায় ৫ ঘন্টা ব্যাপী অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের আলীর উপস্থিতিতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানে দুইটি বাড়ি তল্লাশি করে দেশি-বিদেশি এসব অস্ত্রশস্ত্র জবদা করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে এক নলা বন্দুক ৩ টি, এলজি ২টি, পিস্তল ২ টি, ম্যাগাজিন ৩ টি, কার্তুজ ৩৯ রাউন্ড, ধারালো দা ৫ টি, চেইন ১ টি, চাইনিজ কুড়াল ১ টি এবং কিরিচ ২ টি।
আটককৃতরা হলেন কলিম উল্লাহ (৩৪), মো: খোরশেদ আলম (৩৭), মো: হাসান শরীফ লাদেন (২০), মো: শাহিন (২৩), মো: মিজান (২০), আব্দুল মালেক (৪৮), আব্দুল হাই (২৪) এবং আব্দুল আজিজ (২৫)।
আটক আসামি ও জব্দকৃত অস্ত্রশস্ত্র কক্সবাজার মডেল থানায় নেয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আসামিদের আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে। অস্ত্রের মদদদাতাদের খুঁজে বের করা হবে।
তিনি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
যৌথ বাহিনীর এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আসামীরা আলোচিত মোর্শেদ বলী হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Posted ৭:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta