বিশেষ প্রতিবেদক,পেকুয়া(৩ সেপ্টেম্বর) :: কক্সবাজারের পেকুয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ যুবক নিহত হয়েছেন।রবিবার উপজেলার বারবাকিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নাম আলী আজগর (২৮)।
নিহত যুবক বারাইয়াকাটা দক্ষিণ পাড়ার মৃত আখতার আহমদের ছেলে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে বারাইয়াকাটা ও পাহাড়িয়াখালীর মধ্যে চলা একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। আজগর নিহত হবার খবরে সড়ক অবরোধ ও মিছিল করেছে বারাইয়াকাটার লোকজন।
নিহতের পরিবার অভিযোগ করেছেন, আলী আজগর বিকালে বাজারে যাওয়ার পথে পাহাড়িয়াখালী এলাকার বাসিন্দা কথিত সেক্রেটারি মোক্তার, ওচমান, মোজাফফর, আবু বক্কর ও জসিমের নেতৃত্বে একদল হামলাকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
বারবাকিয়া বাজার সভাপতি জাকের হোছাইনের ইন্দনেই পাহাড়িয়াখালীর বাসিন্দারা বারাইয়াকাটাবাসীদের উপর হামলা করেছিল বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
Posted ২:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta