নাজিম উদ্দিন,পেকুয়া(৬ জুন) :: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা ষ্টেশনে গুলি চালিয়ে ১৬ জনকে গুলিবিদ্ধ ঘটনায় মামলা ও পাল্টা মামলা রেকর্ড করা হয়েছে। ৫ জুন আফজলিয়াপাড়া এলাকার আমিনুল হকের ছেলে আবদুল করিম বাদি হয়ে ১২ জনকে আসামি করা হয়েছে। যার মামলা নং-০৮/১৭ইংরেজি।
মামলায় যুবদল নেতা খালেদ মোশারফ, তার ভাতিজা ছাত্রদল ক্যাডার আরমানকেও আসামি করে। একইভাবে ওই মামলায় আসামি হয়েছেন আ’লীগ নেতা আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল।
গত ৩ ও ৪ জুন ফুলতলা ষ্টেশনে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আফজলিয়াপাড়াসহ উভয়পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। পৃথক ঘটনায় দুটি মামলা হয়েছে।
গত ৪ জুন আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল বাদি হয়ে একটি মামলা রেকর্ড করে ।এতে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা শরাফত উল¬াহ ওয়াসিমকে প্রধান আসামী দুই ইউপি সদস্য নুর মুহাম্মদ বদ ও মাদুসহ ২৯ জনের নাম উলে¬খ করে মামলা রুজু করেছে পেকুয়া থানা পুলিশ। যার মামলা নং-০৫/১৭ইংরেজি।
আর এর পরদিনই ৫ জুন আবদুল করিম বাদি হয়ে পৃথক মামলা রেকর্ড করেছে। এ মামলায় প্রথম মামলায় বাদি আনোয়ারুল আজিম চৌধুরী বাবুলকে প্রধান আসামী করা হয়েছে।
উল্লেখ্য গত ৩ জুন শনিবার রাতে ও রবিবার সকালে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফুলতলা বাজারে নির্বিচারে গুলি চালিয়ে ১৬ জনকে গুলিবিদ্ধ করে আহত করে।
Posted ১:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta