বার্তা পরিবেশক(১১ জুলাই) :: বাংলাদেশের প্রথম থেকে তৃতীয় শ্রেণিপর্যন্ত এখনও অনেক শিশু ঠিকমতো বাংলা পড়তে পারেনা। শিশুরা পড়তে না পারার কারণে ইংরেজী বিষয় ছাড়া গণিত, সমাজ, ধর্মসহ অন্যান্য বিষয়েও তারা দূর্বল থাকে যার ফলে পড়ার প্রতিতারা দিনদিন আগ্রহ হারিয়ে ফেলে এবং তারা পিছিয়ে পড়ে। পিছিয়ে পড়া এই শিশুদের একটি রিবাট অংশ প্রাথমিক স্তর পার হওয়ার আগেই বিদ্যালয় হইতে ঝরে পড়ছে।
ইউ.এস.এইড এর আর্থিক সহযোগিতায় এবং সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যশনাল এর কারিগরিসহযোগিতায় কোডেক কর্তৃক বাস্তবায়িত রিডিং এ্যানহেন্সমেন্ট ফর এ্যডভান্সিং ডেভেলপমেন্ট (রিড) প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার সদর উপজেলা ৩৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জানুয়ারী-২০১৭ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিশুদের বাংলা পঠন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলা বিষয়ক সহকারিশিক্ষকগনকে রিডিং ইন্সট্যাকশন পরির্বতন বিষয়ক প্রশিক্ষণ,বিদ্যালয় শ্রেণি কক্ষ গুলো প্রিন্ট রিচ এর মাধ্যমে সজ্জিত করণ করা হয় ।
এগুলোর এর পাশা পাশি ৩৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পিছিয়ে পরা শেষ ৩০ জন করে শিশু নিয়ে মোট ৯০ জন শিশুর সমন্বয়ে কমিউনিটি রিডিং ক্যাম্প গঠিত হয়। প্রতিটি কমিউনিটি রিডিং ক্যাম্প এ উক্ত কমিউনিটির ২ জন কমিউনিটি লিটারেছি ভোলান্টিয়ার নিয়োগ করা হয় ।
কমিউনিটি লিটারেছি ভোলান্টিয়ারদের কমিউনিটি রিডিং ক্যাম্প সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য ৩ দিনের বেসিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিটি কমিউনিটি রিডিং ক্যাম্প সপ্তাহে ৬ দিন প্রতিদিন ২ ঘন্টাকরে সেশন অনুষ্ঠিত হয়।
স্কুলের পড়া শেষ বিকালে ২.৩০ মিনিটে শিশুরা কমিউনিটি রিডিং ক্যাম্প উপস্থিত হয়। প্রতিদিন সেশনে ৮টি ধাপে শিশুদের শেখানো হয়। ধাপ গুলো হল মুক্ত খেলা, ছড়া গান এর সময়,গল্পবলা,আলোচ্যসূচি,মূলকাজ, হাতে কলমেকাজ, লেখা অনুশীলন, অনানুষ্ঠানিক মূল্যায়ন,এই ৮টি ধাপে শিশুদের ধবনিসচেতনতা, বর্নজ্ঞান, শব্দভান্ডার,সাবলিলতা,বোধগম্যতা, ধারা বাহিক ভাবে শেখানো হয়।
কমিউনিটি রিডিং ক্যাম্প এর মূল উদ্দেশ্য হল স্কুলের বাহিরে খোলা পরিবেশে খেলার মাধ্যমে ধবনিসচেতনতা, বর্নজ্ঞান, শব্দভান্ডার, সাবলিলতা, বোধগম্যতা, রপ্ত করতে শিশুদের সহায়তা করা । কমিউনিটি রিডিং ক্যাম্প এ বিভিন্ন পোষ্টার ,পিন্ট রিচ,বর্ণ চার্ট এর মাধ্যমে শিশুদের আনন্দ ঘন পরিবেশে শিশুদের মেধার বিকাশ বৃদ্ধিকরা হয়।
প্রতি মাসে একবার কমিউনিটি রিডিং ক্যাম্প এর শিশুর মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয় । মা সমাবেশে শিশুর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় । কমিউনিটি রিডিং ক্যাম্প এ মাসে একবার অতিথি গল্প বরার আসর অনুষ্ঠিত হয় । অতিথি এসে একটি বা দুটি মজার গল্প শিশুদের শোনান । কমিউনিটি রিডিং ক্যাম্প শিশুদের একটি আনন্দ ঘন পড়ার স্থান ।
Posted ৯:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta