বিশেষ প্রতিবেদক(২৩ আগস্ট) :: অবশেষে গভীর বঙ্গোপসাগর থেকে কক্সবাজার উপকূলের দিকে এগিয়ে আসছে মাছের রাজা রূপালী ইলিশের দল। আর জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ।এ কারনে সাগরে সারি সারি ট্রলার ঝাপিয়ে পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরতে।
বুধবার থেকে কক্সবাজার উপকূলে ইলিশ ধরা পড়ার খবরে ট্রলারগুলো এখন ইলিশ জাল নিয়েই সাগরে যাচ্ছে। সেসাথে ছোট আকারের বোটগুলো উপকূলের অগভীর এলাকায় ধরছে পাঁচকাড়া বা অন্যান্য জাতের মাছ।
এ কারণে কক্সবাজারের বিভিন্ন পোতাশ্রয়ে এবং সাগরে ইলিশ জেলেদের ব্যস্ত আনাগোনা দেখা যাচ্ছে। সাগর মোহনা ও বাঁকখালী নদীতে এখন ট্রলার আসা যাওয়ার সারি। আবার উপকূলবর্তী সাগরেও সারি বেঁধে মাছ ধরছে ট্রলারগুলো। আর এ দৃশ্য কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকত থেকেই খালি চোখে অবলোকন করা যাচ্ছে।
এতে উপকূল ও ডাঙ্গায় মাছধরা উৎসবের আমেজ তৈরী হয়েছে। আজ সাগর থেকে ইলিশের ঝাঁপি নিয়ে শহরের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরেছে ৬টি ট্রলার। আর এগুলোতে ইলিশ এসেছে প্রায় ৩০ টন।
এছাড়া জেলার অন্যান্য ঘাটেও এসেছে আরো সমপরিমাণ ইলিশ। তবে ধরা পড়া ইলিশ আকারে ছোট। ওজনে মাত্র ৩শ গ্রাম থেকে ৬শ গ্রাম পর্যন্ত। কিন্তু বাজারে ইলিশের দাম বেশ চড়া। কেজিতে ৩টা ধরে এমন আকারের ইলিশগুলো প্রতি কেজি ৫শ টাকায় এবং এর চেয়ে বড় আকারের ইলিশগুলো আরো চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে।
Posted ১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta