হুমায়ুন রশীদ,মহেশখালী(২৬ মে) :: কক্সবাজারের সন্ত্রাস কবলিত জনপদ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দুই পক্ষের সংঘর্ষে এনামুল হক (৩৮) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে।
শুক্রবার ভোরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। নিহত এনামুল হক একই ইউনিয়নের পূর্ব হরিয়ার ছড়ার নুরুল হক প্রকাশ ভেক্কার পুত্র।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে আইয়ূব আলী ও জোনাব আলী নামের দুইটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এর জের ধরে বৃহস্পতিবার রাত দুইটার দিকে পূর্ব হরিয়ার ছড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ওখান থেকে এনামুল হকের মৃতদেহ এবং অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এনামুল হকও একজন সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
Posted ২:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta