বিশেষ প্রতিবেদক(৩ আগস্ট) :: কক্সবাজারের মহেশখালী’র মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে’র ২০ কোটি টাকা দুর্নীতি মামলায় আরো পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে কক্সবাজারের স্পেশাল জজ আদালতের বিচারক ও জেলা জজ মীর সফিকুল আলম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই পাঁচজনের মধ্যে রয়েছেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য রুহুল আমিন, ধলঘাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মুহিবুল ইসলাম।
এর আগে মাতারবাড়ি দুর্নীতি মামলার অন্যতম আসামি কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমীন ও সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাফর আলমকেও কারাগারে পাঠানো হয়।
কক্সবাজারে দুদকের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রহমি জানান, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির বিপরীতে ভুয়া মালিকানা তৈরি করে ক্ষতিপূরণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেন মামলার আসামিরা। আরো ৩ কোটি টাকার চেক ইস্যু করা হলেও পরে সেই টাকা পুণরায় উদ্ধার করা হয়।
টাকাগুলো উদ্ধারের জন্য তৎকালিন ভূমি হুকুম দখল কর্মকর্তা মাহমুদুর রহমান ৩৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং- জিআর-১০৪০/২০১৪। মামলায় তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, এডিসি জাফরকেও আসামি করা হয়। তাদের দু’দফায় কারাগারে যেতে হয়েছে। বর্তমানে তারা কারাগারে রয়েছে।
Posted ২:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta