কক্সবাংলা রিপোর্ট(৪ জানুয়ারি) :: কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা বাজারে র্যাব-৭ অভিযান চালিয়ে হাফসা স্টুডিও থেকে জাল জন্মসনদ ও সেনাবাহিনীর ভূয়া পরিচয়পত্র বানানোর সময় কম্পিউটারসহ ২ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় র্যাব-৭ এর এএসপি সৈয়দ মোহসিনুল হক এর নেতৃতে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো রামুর রাজারকুলের দক্ষিণ নয়াপাড়া ৭ নং ওয়ার্ডের মো. নুরুল আলমের ছেলে মোঃ ছালামত উল্লাহ (২৫) এবং মোঃ শহিদুল্লাহ।
এসময় আসামীদের ব্যবহৃত কম্পিউটার চেক করে ভুয়া জন্মসনদ ও সেনাবাহিনীর ভূয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর স্কোয়াড কমান্ডার এএসপি সৈয়দ মোহসিনুল হক সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান,আটকতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১১:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta