রোতাব চৌধূরী :: কক্সবাজারে শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্প পরিরদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ ফরিদা আখতার।
গতকাল সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ন প্রকল্প সংলগ্ন এ প্রকল্পের চলমান সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, প্রকল্পের কাজ শেষ হলে এখানে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে পাশাপাশি এখানকার উৎপাদিত গুণগত মানসম্পন্ন শুঁটকি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকারে সহায়তার সুযোগ পাবে।
এ সময় বিএফডিসি চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ, জেলা মতস্য কর্মকর্তা মো: বদরুজ্জামান, মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জি এম রব্বানী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো মামুন হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা।
পরে কক্সবাজার ফিসারীঘাট মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ ফরিদা আখতার।
Posted ১১:৩২ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta