সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য ও সনাতনী সম্প্রদায়ের সর্বজন শ্রদ্ধেয় এডভোকেট রাখাল চন্দ্র মিত্র পরলোকগমন করেছেন। (ওঁ দিব্যান লোকান স গচ্ছতু)।মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি ২২ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টা ১৫ মিনিটে চট্টগ্রামস্থ ন্যাশনাল হসপিটালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,পুত্র,কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার রাতেই কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে ২২ ডিসেম্বর (রবিবার) বিকালে কক্সবাজার শহরের নিজ বাড়িতে এডভোকেট রাখাল চন্দ্র মিত্র’র মরদেহ নেয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানায়।
এদিকে এডভোকেট রাখাল চন্দ্র মিত্রের মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হলো উল্লেখ করে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সভাপতি এডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, ডা: চন্দন কান্তি দাশ,জেমসেন বড়ুয়া,অমর বিন্দু বড়ুয়া,যুগ্ম সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) ডা:পরিমল কান্তি দাশ, চঞ্চল দাশগুপ্ত,স্বপন গুহ,এড. রতন বড়ুয়া,এড.বাপ্পী শর্মা,মুকুল কান্তি দাশ,প্রকাশ সিকদার,স্বপন শর্মা রনি,চন্ডী আচার্য্য,দীপন বিশ্বাস,শ্রীমন্ত পাল সাগর,তপন ধর প্রমুখ।
এক শোক বার্তায় নের্তৃবৃন্দ বলেন- শ্রদ্ধেয় এডভোকেট রাখাল চন্দ্র মিত্রের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও তাঁর আত্মার সদগতি – চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
Posted ১১:১১ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta