শহিদুল ইসলাম,উখিয়া(২৮ আগস্ট) :: মিয়ানমার রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও রাখাইন সন্ত্রাসীদের তান্ডব অব্যাহত রয়েছে। রবিবার কক্সবাজারের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঢেকিবনিয়া ও তুমব্রু সীমান্তে মিয়ানমার বিজিপি সদস্যরা থেমে থেমে প্রচন্ড গুলি বর্ষন করছে। ওখান থেকে ২টি গুলির খোসা তুমব্রু বাজার ও তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ালে পড়েছে। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২টি গুলির খোসা তুমব্রু বাজার ও তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ালে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।এ ঘটনায় স্থানীয়দের সতর্ক করা হয়েছে। এছাড়া তিনি এ ব্যাপরটি পুলিশ ও বিজিবি সদস্যদের অবহিত করেছেন।
নিনি আরও জানান,মিয়ানমার থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা মুসলিম নারী-শিশু সীমান্তে জড়ো হয়েছে । এবারে শতকরা ৯০ জন নারী শিশু এবং তারা প্রাণের ভয়ে পালিয়ে এসেছে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মঞ্জুরুল হাসান খান বলেন, মিয়ানমার সীমান্তের অভ্যান্তরে গুলির শব্দ শুনেছি। স্থানীয় শাহনেওয়াজ চৌধুরী জানান,সোমবার দুপুর ১ টায় ঘুমধুম সীমান্তে মিয়ানমার বিজিপির প্রচন্ড গুলির শব্দ শুনে এলাকাবাসীর মত আমিও আতংকিত হয়ে পড়ি।
এদিকে উখিয়া থানা পুলিশ রোববার দিবাগত রাত আড়াইটার দিকে থাইংখালী এলাকা থেকে ৭৫ জন রোহিঙ্গাকে আটকের পর কক্সবাজার ৩৪ বিজিবিকে হস্তান্তর করা হয়েছে বলে উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন।
Posted ১:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta