কক্সবাংলা রিপোর্ট(১৩ জুন) :: কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত ও বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ার চর থেকে ভাসমান দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ জুন মঙ্গলবার সকাল ৭টা এবং দুপুর সাড়ে ১২টার দিকে লাশ দুটি জোয়ারের পানিতে কুলে ভেসে আসে।
উখিয়ার ইনানী স্থানীয় ইউপি মেম্বার শামশুল আলম জানান, মঙ্গলবার সকালে ইনানী সৈকত পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসে।খবর পেয়ে উখিয়া পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ সত্যতা নিশ্চিত করে জানান, ভেসে আসা লাশের শরীর ফুলে গেছে এবং পচন ধরেছে। একারণে লাশটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। হয়তো সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় কোন জেলের লাশ ভেসে এসেছে। উদ্ধার লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
অপরদিকে মহেশখালী বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ার চর থেকে ভাসমান একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।এটিও সাগরের জোয়ারের পানিতে চরে ভেসে আসে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানান, বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ার চরে মঙ্গলবার সকাল ৭টার দিকে একটি লাশ ভেসে আসে।পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে চরে তোলে।
তিনি আরও জানান, জোয়ারের পানির সাথে লাশটি ভেসে আসে। পরে লাশটি কূলে তোলে পুলিশকে খবর দেয়া হয়। লাশের শরীরে একটি সাদা হাত লম্বা শার্ট রয়েছে। ধারণা করা হচ্ছে কক্সবাজার উপকূলের নিখোঁজ দু’জেলে মধ্যে একজনের লাশ হতে পারে এটি ।
প্রসঙ্গত সাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় মোরা এবং রবিবার রাতে নিম্নচাপের আঘাতে শতাধিক জেলে নিখোঁজ রয়েছে।এনিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা থামছে না কক্সবাজারের জেলে পরিবারে। তাদের ফিরে আসা নিয়ে শঙ্কায় স্বজন ও এলাকাবাসী।
Posted ৫:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta