রোতাব চৌধূরী :: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে আয়োজিত (অনূর্ধ্ব-১৮ বালক-বালিকা ) কাবাডি ও হকি প্রতিযোগীতা শেষ হয়েছে।
গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কাবাডি বালক গ্রুপের ফাইনালে মহেশখালী উপজেলা দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয় সদর উপজেলা দল ।
অপরদিকে বালিকা গ্রুপে কাবাডিতে চ্যাম্পিয়ন উখিয়া উপজেলা এবং রানার্স আপ হয় সদর উপজেলা দল।
এছাড়া হকিতে চ্যাম্পিয়ন কক্সবাজার হকি একাডেমি এবং রানার্স আপ হয় বায়তুশ শরফ হকি একাডেমি।
পরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল,জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈনুদ্দিন মিল্কী, ক্রীড়া সংগঠক সরোয়ার রোম্মন,ছাত্র প্রতিনিধি রিয়াদমনিসহ টিম ম্যানেজার,রেফারী ও সাবেক জাতীয় ও স্থানীয় খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
পরে কাবাডি ও হকি দলের বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রতিযোগীতায় কাবাডিতে জেলার নয় উপজেলার অনুর্ধ ১৮ বালক ও বালিকা গ্রুপের ১৮টি কাবাডি দল এবং হকিতে শহরের চারটি হকি দল অংশ নেয়।
Posted ৯:২২ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta