রোতাব চৌধূরী :: কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আইএলও-আইএসইসি ট্যুরিজম সেক্টর ইমপ্লিমেন্টেশন পার্টনারশিপ এবং কক্সবাজার মহিলা চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিান।
বৃহস্পতিবার ২রা জানুয়ারি আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর পরিচালিত আইএসইসি (ISEC) ট্যুরিজম সেক্টর ইমপ্লিমেন্টেশন পার্টনারশিপ প্রকল্পের আওতায় এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড এবং কক্সবাজার মহিলা চেম্বার অব কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারক পর্যটন শিল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং তরুণদের দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে টিম লিডার মো. ইব্রাহিম খলিল ভূঁইয়া, ডেপুটি টিম লিডার ইনতিজামুল ইসলাম এবং পরামর্শক মা টিন টিন এবং কক্সবাজার মহিলা চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সভাপতি জাহানারা ইসলাম, সহ-সভাপতি শামিমা ইসরাত রিনি, সাহানা মজুমদার চুমকি, সাবরিনা মজুমদার রিংকি, ফাতেমা ইসলাম এবং দিলওয়ারা বেগম উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে এই সমঝোতা স্মারকের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, এটি নারীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে আরও সক্রিয় করে তুলবে। পর্যটন খাতের উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি এই উদ্যোগটি নতুন উদ্যোগ ও উদ্ভাবনের পথপ্রদর্শক হবে।
এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের টিম লিডার মো. ইব্রাহিম খলিল ভূঁইয়া বলেন, “এই সমঝোতা স্মারক শুধুমাত্র সহযোগিতার একটি মাইলফলক নয়, এটি কক্সবাজারের জনগণের জন্য টেকসই অর্থনৈতিক উন্নয়নের দিকনির্দেশনা প্রদান করবে।”
কক্সবাজার মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি জাহানারা ইসলাম বলেন, “নারীদের অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমঝোতা স্মারক নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।”
অনুষ্ঠানের শেষে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমঝোতার বিভিন্ন দিক এবং কার্যক্রম বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা করেন।
তাঁরা একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন, যা কক্সবাজারের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta