বিশেষ প্রতিবেদক(২৩ জুন) :: The future is Now: Accelerating Public Service Innovation for Agenda 2030” এ প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালী ও আলোচনা সভা।
র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন,দারিদ্র বিমোচন, শিক্ষা,সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধিসহ সকল বিষয়ের সেবপ্রদানের ক্ষেত্রগুলো তথ্য প্রযুক্তি ও যোগাযোগের মাধ্যমে দেয়া হচ্ছে। ফলে জনগণ খুব স্বল্প সময়ে এর সুফল ভোগ করছে।
এ ছাড়া তিনি সকল সরকারি দপ্তরের দৃশ্যমান স্থানে জনসাধারণের সেবা প্রাপ্তির লক্ষ্যে সিটিজেন চার্টার লাগানো, উদ্ভাবনী আইডিয়া ও সেবাসমূহ জনসাধারণকে অবহিতকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) কাজি মো: আবদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০সালে ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন যার বাস্তব রূপ ডিজিটল বাংলাদেশ আমরা দেখতে পারছি। এখন প্রতিটি সেক্টরে সেবাপ্রদানের ক্ষেত্র সম্প্রসারিত হয়েছে। তথ্য প্রযুক্তির ব্যবহার এবং ইনোভেশনকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এই প্রতিটি ক্ষেত্রে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।
এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মো: আবদুস সোবহান,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মো: সাইফুল ইসলাম মজুমদার ও (রাজস্ব ) মো: আনোয়ারুল নাসের, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমেদ, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুবাইয়া আফরোজ, তাহমিলুর রহমান, ফারজানা প্রিয়াংকা, মো: একে এম লুৎফর রহমান, জুয়েল আহমদ, মোহাম্মদ সেলিম শেখ,এহসান মুরাদ, সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডা: মহিউদ্দীন খান আলমগীর, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়–য়া,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরী,ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Posted ৬:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta