রোতাব চৌধূরী :: ” নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি ” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ।
সোমবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব অনুষ্ঠানের আযোজন করা হয।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।
এ ছাড়া দেশ ও নারীদের আত্নসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন জয়িতারাই নারীদের উন্নয়নে কাজ করবে।বাল্য বিবাহ ও শিশু গর্ভের ঝুঁকিপূর্ণের বিষয়ে আমাদের সচেতনতার মাত্রা আরো বৃদ্ধি করতে হবে বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক মো ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী,সি়ভিল সার্জন ডা আসিফ আহমেদ হাওলাদার,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক,ছাত্র সমন্বয়ক নাসিমা আক্তার পিংকী, জিনিয়া শারমিন রিয়া,জয়িতা জাহানারা ইসলাম,জাতীয় মহিলা সংস্থার জেলা প্রশিক্ষক ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও উদ্যোক্তা,ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
পরে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে সাতজন নারী উদ্যোক্তাকে শ্রেষ্ঠ জয়ীতা-র সম্মাননা প্রদান করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে র্যালী বের করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ র্য্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
এ সময় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক মো ইয়ামিন হোসেন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাসসহ জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৪:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta