বিশেষ প্রতিবেদক(২৪ আগস্ট) :: কক্সবাজারে আর্ট কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক সভা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতিমনা হতে হবে।এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
পরে বৃহৎ পরিসরে আলাপ-আলোচনার মাধ্যমে স্থান নির্ধারণসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর সিদ্ধান্ত নেয়ার পরামর্শ প্রদান করেন। এতদসংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
এ সময় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আনোয়ারুল নাসের, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল.জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, পৌরসভার মেয়র মাহবুবুর রহমান,এ্যাডভোকেট ফরিদুল আলমসহ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
Posted ৯:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta