বিশেষ প্রতিবেদক(১৭ জুলাই) :: কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে জেলা ইনোভেশন, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও আইসিটি বিষয়ক কমিটির সভা।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
এ সময় তিনি বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে একটি বড় কাজ জনগণকে শতভাগ সেবাপ্রদান করা। সরকারি সকল দপ্তরে তথ্য প্রযুক্তি ব্যবহারসহ সংশ্লিষ্ট উপায়ে এই সেবাপ্রদান নিশ্চিত করতে হবে।
এ ছাড়া তিনি স্ব-স্ব দপ্তরের ওয়েব পোর্টালের হালনাগাদ করণ, বিভিন্ন নতুনত্ব কন্টেন্ট তৈরীর করে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে পাঠদান ও উদ্ভাবনী আইডিয়া তৈরী করাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। পরে বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক মহোদয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাহিদুর রহমান,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ( শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, জেলা প্রশাসনের আইসিটি শাখার সহকারি প্রোগ্রামার মো: ছুরত আলম আকাশসহ সরকারি বিভিন্ন দপ্তরের আইসিটি বিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের পরিদর্শন, সরকারি নোটিশ ই-মেইলে প্রেরণ এবং যথাসময়ে তদারকি করা ও স্ব-স্ব ওয়েব সাইটে প্রকাশ করাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
Posted ১১:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta