বিশেষ প্রতিবেদক(১৪ আগস্ট) :: জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় উৎসবমুখর আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় কক্সবাজারে পালিত হয়েছে সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ।
সোমবার সকালে শহরের গোলদীঘীর পাড়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
রাজবিহারী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আনোয়রুল নাসের, পুলিশ সুপার ড,একেএম ইকবাল হোসেন,হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী,পৌর মেয়র মাহবুবুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট রনজিত দাশ.সদর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক দাশ বক্তব্য রাখেন।
এ সময় সিনিয়র সহারি পুলিশ সুপার ( ট্রাফিক ) বাবুল চন্দ্র বণিক ও ( ডিএসবি) কাজী মো: হারুনুর রশীদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত বড়–য়া,জেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক বাবুল শর্মা নেতৃবৃন্দসহ হাজার হাজার ভক্ত-অনুরাগীরা উপস্থিত ছিলেন।
পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Posted ৭:২৯ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta