সংবাদ বিজ্ঞপ্তি(১৭ আগষ্ট) :: মহান জাতীয় শোক দিবস উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) কক্সবাজারের আয়োজনে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ আগষ্ট সকাল ১০টায় শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ কক্সবাজার সভাপতি মো. শাহীনের সভাপতিত্বে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক।
বিশেষ অতিথি ছিলেন- অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিনা কাশেম পান্না, সহকারি শিক্ষক সাইফুল আজম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিটিএফ’র পক্ষে শিশু গবেষক সাবরিনা ওবায়েদ ও ব্লাড ডোনারস এর পক্ষে আশরাফুল ইসাদ।
এনসিটিএফ কক্সবাজারের সাধারণ সম্পাদক আবু তৈয়ব রুবেলের পবিত্র কোরআনের মধ্য দিয়ে পুরো অনষ্ঠান পরিচালনা করেন সাঈদ বিন আল হোসাইন হৃদয় ও নাইজিন হুদা প্রমি।
প্রধান অতিথির বক্তব্যে আহসানুল হক বলেন, এনসিটিএফকে সাধুবাদ জানায় এ ধরণের মহৎ উদ্যোগের জন্য। এছাড়া শিশুদের জন্য নিরাপদ বাসস্থান সহ মৌলিক অধিকারের জন্য সর্বাত্মক লড়াইয়ের আহবানও জানান প্রধান অতিথি।
অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার সুযোগ প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনার জন্য বিশেষ ভাবে সহায়তা প্রদান করেন মুক্তি কক্সবাজার, বাংলাদেশ শিশু একাডেমী ও ব্লাড ডোনারস সোসাইটি।
অনুষ্ঠানে এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
Posted ৮:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta