কালাম আজাদ(৩ জুন) :: কথাসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ এডভোকেট শেখ মোরশেদ আহমেদ এক ক্ষণজন্মা প্রতিভা। সাহিত্য ও সংগীতে স্মরণীয় অবদান রেখে তিনি আমাদের হৃদয়ে অমর আসন অধিকার করেছেন। একজন সফল লেখক এবং হৃদয়বান মানুষ হিসেবে শেখ মোরশেদ আহমদের সাহিত্যকীর্তি ও মানবিকতাবাদী আদর্শের পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে। দেশ ও সমাজের জন্য অনেক কল্যাণমুলক কর্মকা-ও তিনি করে গেছেন।
৩ জুন রাত সাড়ে ৮টায় কক্সবাজার শহরের একটি অফিসে কথাসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ শেখ মোরশেদ আহমদের ৩য় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে স্মৃতিচারণকালে কক্সবাজারের কবি লেখকরো এসব কথা বলেন। সভায় তার স্মরণে মাসাধিককাল পরে কক্সবাজারে একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্তও নেয়া হয়। সাথে সাথে তার রচনাবলী প্রকাশের গুরত্ব তুলে ধরা হয়।
কবি সিরাজুল হক সিরাজের সভাপতিত্বে ও কবি খালেদ মাহবুব মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন কবি মানিক বৈরাগী, নিলয় রফিক, কালাম আজাদ, আহমদ ইমতিয়াজ মানিক, মোহাম্মদ হোসাইন, রিদুয়ান মোস্তফা, তানভির রিপন, সলিম উল্লাহ প্রমুখ।
Posted ১১:৩১ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta