বিশেষ প্রতিবেদক :: ২০১৩ সালে খুলনার দৌলতপুরে জ্বালানি তেল ব্যবসায়ী ও পাটশ্রমিক ঠিকাদার শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদ হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু।
হত্যার শিকার হুজি শহীদের ভাতিজা শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু।
চাচার হত্যার প্রতিশোধ নিতেই টিপুকে পরিকল্পিভাবে হত্যা করা হয়।
এ জন্য টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে ঋতু নামে এক তরুণীকে।
হত্যাকাণ্ডের পর জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের জুড়ি থানার কাপনা পাহাড়ি চা-বাগান থেকে পাপ্পু, ঋতুসহ তিনজকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার শহরের কলাতলীর কক্স কুইন রিসোর্টের ২০৮ নম্বর কক্ষের চিলেকোঠা থেকে হত্যায় ব্যবহৃত পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— কেসিসির ৪ নম্বর ওয়ার্ডের সেলিম আকনের মেয়ে ঋতু (২৪), একই এলাকার জামাল শেখের ছেলে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু (২৭) ও ৬ নম্বর ওয়ার্ডের হায়দার সরদার অদুদের ছেলে গোলাম রসুল (২৫)।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। হত্যার পরপরই তিনজন একসঙ্গে পালিয়ে সিলেটে আত্মগোপনে ছিলেন।
রহমত উল্লাহ বলেন, হত্যার মূল রহস্য উদঘাটনে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তুলে রিমান্ডে চাওয়া হবে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হোটেল সি গার্লের সামনে গুলি করে হত্যা করা হয় কেসিসির সাবেক কাউন্সিলর ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপুকে।
ঘটনার পরদিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের ভগ্নিপতি ইউনুস আলী।
Posted ১২:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta