বিশেষ প্রতিবেদক(১৫ জুন) :: কক্সবাজারে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ( ২য় পর্যায় ) প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ।
বৃহস্পতিবার সকালে হিলডাউন সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন।
উদ্বোধনকালে তিনি বলেন, গ্রাম আদালতে এখতিয়ারভূক্ত সামাজিক-পারিবারিকভাবে সৃষ্ট ছোটখাট সমস্যাগুলো গ্রাম আদালতের মাধ্যমে সমাধান হলে অনেকাংশে উভয়পক্ষ সময়ের অপচয় ও হয়রানি থেকে মুক্ত পেতে পারে।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স-এর সমন্বয় করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত ) ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কাজি মো: আবদুর রহমান । প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে তিনি গ্রাম আদালতে মামলা গ্রহণ ও এর বিচারিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরেন।
এছাড়া তিনি সংশ্লিষ্ট চেয়ারম্যানদের এ বিষয়ে গুরুত্ব সহকারে এবং আইন অনুসরনের মাধ্যমে মামলার কার্যক্রম পরিচালনা ও সম্পন্ন করার পরামর্শ প্রদান করেন।
এ সময় ব্লাস্টের জেলা সমন্বয়কারী অরুণাংশ চাকমা, ইউএনডিপি-এর জেলা ফ্যাসিলিটেটর আখ্যইমং মারমা এমং, জেলা ট্রেনিং পুলের সদস্য মো: রাসেল,শিপন বড়–য়া,সাইফুল আজম মো: সায়েমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনে ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ অংশ নেয়।
Posted ৫:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta