কক্সবাংলা রিপোর্ট(২ জুন) :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে কক্সবাজারে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক,পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১২ সদস্যের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উচ্চ পর্যায় টিম।
২ জুন শুক্রবার সকালে সেতুমন্ত্রী কক্সবাজার শহরের সাগর সংলগ্ন কুতুবদিয়াপাড়ায় ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল ও নগদ ১ হাজার টাকা করে বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।এসময় ত্রাণের সঙ্গে প্রতিজনকে নগদ এক হাজার টাকা করে আর্থিক সহায়তাও দেয়া হয়।
এরপর আওয়ামী লীগের ১২ সদস্যের চারটি টিম ভাগ হয়ে কক্সবাজারের উপকূলীয় উপজেলা টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ায় ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৩২ মেট্রিক টন চাল ও নগদ অর্থ বিতরণ করার উদ্দেশ্যে চলে যান।
টিম লিডার ওএবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক,পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলে যান টেকনাফে।সেখানে সকাল ১১টায় শাহপরীরদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হাজার পরিবারের মাঝে ২০কেজি করে চাল,দুইশ পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা প্রদান করেন।এরপর জুমার নামাজের পর প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে ২০কেজি করে চাল ও দুইশ পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা প্রদান করেন।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, সরকারের উচ্চ পর্যায় থেকে আসা টিমের সদস্য কর্তৃক বিতরণের লক্ষ্যে মহেশখালী ৩৭ মে. টন, কুতুবদিয়ায় ৩০ মে. টন, পেকুয়া উপজেলায় ১০ মে. টন, টেকনাফের শাহপরীরদ্বীপ, সাবরাং ও সেন্টমার্টিনের জন্য ৪০ মে. টন, কক্সবাজার পৌরসভার জন্য ১৫ মে. টন ও চকরিয়ার জন্য ১৫ মে. টন জিআর চাল বরাদ্দ দেয়া হয়েছে।এছাড়াও চলমান কার্যক্রম হিসেবে ১ জুন পুরো জেলার ২৮৭ মে. টন চাল, নগদ ৩৩ লাখ টাকা ও ৩০০ বান্ডিল টিন বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে ১ জুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নের্তৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের ১২ সদস্যের বিশাল টিম নিয়ে কক্সবাজার ছুটে এসেছেন।কমিটিতে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান এমপি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক নওফেল চৌধুরী,আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অসীম কুমার উকিল, পার্বত্য চট্টগ্রাম বিষযক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, কেন্দ্রিয় নেতা আকতারুজ্জামান, সুজীত রায় এমপি, দিপংকর তালুকদার ও আনোয়ার হোসেন রয়েছেন।
এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান,আবদুর রহমান বদি এমপি, সাইমুমু সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপিসহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ কমিটিকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।
Posted ৩:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Chy