বিশেষ প্রতিবেদক(১১ জুলাই) :: কক্সবাজারে ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্ত স্কাউট পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ স্কাউট কর্তৃক আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো: আলী হোসেনের সভাপতিত্বে অনু্িষ্ঠত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার ( সমাজ ও উন্নয়ন ) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়েরর সচিব মো: শাহ কামাল।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী ও বাংলাদেশ স্কাউটের জাতীয় উপ কমিশনার ( সমাজ ও উন্নয়ন ) ্এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ন সচিব মো: মহসিন।
অনুষ্ঠানটি স্ঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে সচিব মো: শাহ কামাল বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং করতে হবে। স্কাউটিং-এর মাধ্যমে নৈতিকতা অর্জন, চরিত্রবান হয়ে মানুষের মানুষ হওয়া যায়। তা ছাড়া স্কাউটিং-এ যারা যুক্ত থাকে তাদের মন-মানসিকতা উন্নত থাকে এবং বিশ্ব ভ্রাতৃত্ব বোধ শেখায়। টেকসই বাংলাদেশ গঠনে স্কাউটদের র্ভমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন।
বিশেষ অতিথির অতিথির বক্তব্যে জাতীয় উপ কমিশনার মো: মহসিন বলেন,স্কাউট সমাজের মানুষদেরকে নিয়ে কাজ করে। দুর্গত মানুষের পাশে দাঁড়ায়। স্কাউটিং শিক্ষার্থীদের সহায়ক ভূমিকা পালন করে। আন্তর্জাতিক স্কাউট সম্মেলনে কক্সবাজার স্কাউট সদস্যদের অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: আলী হোসেন বলেন,জেলা স্কাউট আন্দোলন বেগবান আছে সামনে আরও বৃদ্ধি পাবে। ইতিমধ্যে সফলতার সাথে জেলায় কয়েকটি স্কাউট সমাবেশ সম্পন্ন হয়েছে এবং প্রায় ৮৫০ স্কাউটদের অংশগ্রহণে সমুদ্রসৈকত পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। আগামী ২০১৯ সালে জাপানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক স্কাউট সম্মেলনে কক্সবাজার স্কাউট সদস্যদের একটি প্রতিনিধি দল যাতে অংশগ্রহণ করতে পারে সে লক্ষ্যে এখন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজি মো: আবদুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ মাহিদুর রহমান, সিভিল সার্জন ডা: আবদুস সালাম, বাংলাদেশ স্কাউটসের সমাজ, উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের পরিচালক মো: গোলাম মোস্তফা,জেলা স্কাউট কমিশনার এ্যাডভোকেট ফরিদুল আলম, সাধারণ সম্পাদক তপন কান্তি শর্মা, সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ ফরিদুল আলমসহ জেলা স্কাউট নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউটেরা উপস্থিত ছিলেন।
পরে জেলার বিভিন্ন উপজেলার ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্ত স্কাউট পরিবারের ৪৮জন সদস্যদের মাঝে নগদ চার হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
Posted ১:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ১২ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta