দীপন বিশ্বাস :: কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার গোলার পাড়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোস্তফা নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
শনিবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কক্সবাজার সদরের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার সদরের বাংলাবাজার গোলার পাড়া এলাকায় অটোরিকশাচালক মোস্তফা ভাড়া নিয়ে যাওয়ার সময় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের হাতে ছুরিকাহত হন।
আহত অবস্থায় নিজে গাড়ি চালিয়ে এসে বাংলাবাজার শুক্কুর সওদাগরের ব্রিক ফিল্ডের সামনে আসলে মোস্তফার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে যান।
পরে আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস বলেন, ছিনতাইকারীর ছুরির আঘাতে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।
Posted ২:০৭ অপরাহ্ণ | শনিবার, ২২ মার্চ ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta