রোতাব চৌধূরী :: কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২০২৩-২০২৪ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা।
গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এর অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে অংশীজনের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি প্রতিটি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সকলকে জাতীয় শুদ্ধাচার কৌশল নিশ্চিত করতে হবে।
এর ফলে ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভিষণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, কেন্দ্রীয় আওযামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো মুজিবুল ইসলাম, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডান্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকাসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
সভায় ই-গর্ভনেন্স, অবাধ্ তথ্য প্রবাহ নিশ্চিত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমকে সঠিক ভাবে ব্যবহার করা, জনগণকে সিটিজেন চার্টার বিষয়ে জানানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Posted ১১:০৮ অপরাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta